বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন শহীদ পরিবারের সদস্যরা

কুমিল্লা-৪ দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া একই দিন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসনাতের পক্ষে মনোনয়ন ফরম নিলেন শহীদ পরিবারের সদস্যরা

প্রকাশিত সময় : ১০:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-৪ দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে ওই ফরম সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির এনসিপির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার, দেবিদ্বার উপজেলা ছাত্রশক্তির প্রতিনিধি হৃদয়, রাফসান, কাজী নাছিরসহ উপজেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন যাবত এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যের সঙ্গে নিয়ে এনসিপি নেতাকর্মীরা হাসনাতের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এছাড়া একই দিন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।