বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে জানানো হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন।’

এদিকে খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘তিনি গণঅধিকার পরিষদে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।’

প্রসঙ্গত, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাশেদ খানের প্রার্থী হওয়ার খবরে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ নেতাকর্মী এ আসনে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি ৩টি আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় দলীয় অঙ্গনে আলোচনা ও কৌতূহল দিন দিন বেড়েই চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম’

বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান

প্রকাশিত সময় : ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে জানানো হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় একটি জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে সম্মতি দিয়েছেন।’

এদিকে খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে তার অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘তিনি গণঅধিকার পরিষদে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।’

প্রসঙ্গত, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি নবাই বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাশেদ খানের প্রার্থী হওয়ার খবরে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ নেতাকর্মী এ আসনে বিএনপির নিজস্ব কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি ৩টি আসনে প্রার্থী ঘোষণা না হওয়ায় দলীয় অঙ্গনে আলোচনা ও কৌতূহল দিন দিন বেড়েই চলেছে।