বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর থেকে পূর্বাচলের তিনশ ফিটে নানা ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে পড়া অপসারণে মাঠে নামছেন বিএনপির স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করবেন বলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (তিনশ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে আজ শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























