সিরিয়ার হোমস শহরে আলাওয়ি সংখ্যালঘু উপদলের একটি মসজিদে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে বলে শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিব আল-নাসানকে উদ্ধৃত করে সানা জানিয়েছে, আরো ২১ জন আহত হয়েছে এবং এটি প্রাথমিক হিসাব—সংখ্যা আরো বাড়তে পারে।
হোমস সিটির প্রেস অফিস জানায়, ইমাম আলি বিন আবি তালিব মসজিদের ভেতরে একটি বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে।
স্থানীয় কর্মকর্তা ইস্সাম নামেহ রয়টার্সকে বলেন, বিস্ফোরণটি ঘটেছে জুমার নামাজের সময়ে, যা সাধারণত মসজিদগুলোর সবচেয়ে ব্যস্ত সময়।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার প্রকাশিত ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী মসজিদের সবুজ কার্পেটজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ, যিনি আলাওয়ি—গত বছর বিদ্রোহী হামলায় ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সিরিয়া বেশ কয়েক দফা সাম্প্রদায়িক সহিংসতায় কেঁপে উঠেছে।
এর আগে এই মাসেই সিরিয়ার মধ্যাঞ্চলে এক হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন।
কর্তৃপক্ষ ওই হামলাকারীকে সহিংস সুন্নি মুসলিম গোষ্ঠী ইসলামিক স্টেটের সন্দেহভাজন সদস্য হিসেবে বর্ণনা করেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























