রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাতের আঁধারে চার মাজারে হামলা

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় মাজারগুলোতে হামলার ঘটনা ঘটে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা।

পরে এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিনের পুরনো মাজারগুলোতে অনেকেই আসেন এবং এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাতের আঁধারে চার মাজারে হামলা

প্রকাশিত সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে সত্যপীরের মাজারসহ চারটি মাজারে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন গোরস্থান এলাকায় অবস্থিত মাজারগুলোতে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় মাজারগুলোতে হামলার ঘটনা ঘটে। ভোরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে মাজারগুলো ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা।

পরে এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিনের পুরনো মাজারগুলোতে অনেকেই আসেন এবং এর আগে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে মাজারে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।