দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযানে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখা ২১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ পৌরসভার সুজালপুর কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ রুবেল হোসেন (২৮)। তিনি বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুজালপুর (শান্তিবাগ) এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তাহমুদার রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি রেইডিং পার্টি অভিযান চালায়। অভিযানে এএসআই মোঃ এনায়েতুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযানকালে বীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিমে অবস্থিত আসামীর নিজ দখলীয় পান ও সিগারেটের দোকান ঘেরাও করা হয়। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে দোকান তল্লাশি করে দোকানের পেছনের কাঠের র্যাকে লুকানো অবস্থায় একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে পরিমাপে ইয়াবার মোট ওজন পাওয়া যায় ২১ গ্রাম।
ঘটনাস্থলেই আসামীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জব্দ তালিকা প্রস্তুতসহ রাসায়নিক পরীক্ষার জন্য ইয়াবার নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে নিজ দোকানে ইয়াবা সংরক্ষণ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ১০(ক) অনুযায়ী বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় পরিচালনা করবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























