রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৮
রাজশাহীতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।

ইনকিলাব মঞ্চ ও রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।

তিনি আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

পরে রুয়েট শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি নিয়ে তাদের ক্যাম্পাসের দিকে চলে গেলেও ইনকিলাব মঞ্চের ব্যানারে হওয়া কর্মসূচি এখনো চলমান।

তারা বলছেন ঢাকার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং ঢাকা থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সারা রাত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী

প্রকাশিত সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
রাজশাহীতে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর তালাইমারি মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।

ইনকিলাব মঞ্চ ও রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন।কর্মসূচিতে অংশ নিয়ে রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী বলেন, শহীদ হাদির হত্যাকারীরা ইতোমধ্যেই চিহ্নিত। তারা শুধু একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে।

তিনি আরো বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

পরে রুয়েট শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি নিয়ে তাদের ক্যাম্পাসের দিকে চলে গেলেও ইনকিলাব মঞ্চের ব্যানারে হওয়া কর্মসূচি এখনো চলমান।

তারা বলছেন ঢাকার কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এবং ঢাকা থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সারা রাত চলবে।