মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পরিষদেও’ অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আসিফ মাহমুদের যোগদানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত একটি জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে দলের মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনকে ধরে রাখার জন্য তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।

বরং তাকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচনে অংশ নেবেন, তাই এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ফলে আসিফ মাহমুদের কাছে এই দায়িত্ব তাই আমরা হস্তান্তর করেছি।

যারা নির্বাচন করবে না, তাদেরকে দিয়ে এই কমিটি পুনর্গঠন হবে। পাশাপাশি আজকের সভায় আমরা আসিফ মাহমুদকে আমাদের নীতিনির্ধারণী রাজনৈতিক পরিষদের অন্তর্ভুক্ত করেছি। পরের সাধারণ সভায় আমরা এটা রেটিফাই করব এবং বাকি কার্যক্রম সম্পন্ন করব।পরে আসিফ মাহমুদ বলেন, কিছুদিন আগে আমাদের এক সহযোদ্ধা শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। এসময় জুলাই অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকা এবং রাখা গুরুত্বপূর্ণ।

একইসাথে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত এবং বাংলাদেশে লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছেন, তাদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সে জায়গা থেকে আমি নাগরিক পার্টিতে যোগ দিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আরও অসংখ্য মানুষের সংসদে যাওয়ার ক্ষেত্রে আমি যদি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারি, এর থেকে সাফল্য আর কিছু হতে পারে না। আমরা প্রত্যাশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে কোনো হানাহানি ছাড়া সবাই এই উত্তরণ করতে পারবে।তিনি বলেন, নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি ব্যালটে আপনারা সরকার নির্বাচন করবেন, সেই সরকার থাকবে পাঁচ বছর। তারা প্রতিজ্ঞা রাখবে কি রাখবে না, তা জানি না। তবে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে। গণভোটে হ্যাঁ’কে জয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।

আসিফ মাহমুদ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার সহযোদ্ধা আহত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথচলায় অগ্রসর হচ্ছি। এই ট্রানজিশন পিরিয়ড ও সামনের জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, এখন সেখানে জোট প্রার্থী লড়বেন বলেও সংবাদমাধ্যমে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

প্রকাশিত সময় : ১১:০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলীয় মুখপাত্র হিসেবে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পরিষদেও’ অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আসিফ মাহমুদের যোগদানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির অনলাইনে অনুষ্ঠিত একটি জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে দলের মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনকে ধরে রাখার জন্য তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।

বরং তাকে জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। কিন্তু যেহেতু তিনি নির্বাচনে অংশ নেবেন, তাই এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ফলে আসিফ মাহমুদের কাছে এই দায়িত্ব তাই আমরা হস্তান্তর করেছি।

যারা নির্বাচন করবে না, তাদেরকে দিয়ে এই কমিটি পুনর্গঠন হবে। পাশাপাশি আজকের সভায় আমরা আসিফ মাহমুদকে আমাদের নীতিনির্ধারণী রাজনৈতিক পরিষদের অন্তর্ভুক্ত করেছি। পরের সাধারণ সভায় আমরা এটা রেটিফাই করব এবং বাকি কার্যক্রম সম্পন্ন করব।পরে আসিফ মাহমুদ বলেন, কিছুদিন আগে আমাদের এক সহযোদ্ধা শরিফ ওসমান হাদি শহীদ হয়েছেন। এসময় জুলাই অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ থাকা এবং রাখা গুরুত্বপূর্ণ।

একইসাথে গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত এবং বাংলাদেশে লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছেন, তাদের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সে জায়গা থেকে আমি নাগরিক পার্টিতে যোগ দিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আরও অসংখ্য মানুষের সংসদে যাওয়ার ক্ষেত্রে আমি যদি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথ পালন করতে পারি, এর থেকে সাফল্য আর কিছু হতে পারে না। আমরা প্রত্যাশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে কোনো হানাহানি ছাড়া সবাই এই উত্তরণ করতে পারবে।তিনি বলেন, নির্বাচনে দুটি ব্যালট থাকবে। একটি ব্যালটে আপনারা সরকার নির্বাচন করবেন, সেই সরকার থাকবে পাঁচ বছর। তারা প্রতিজ্ঞা রাখবে কি রাখবে না, তা জানি না। তবে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে। গণভোটে হ্যাঁ’কে জয় করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।

আসিফ মাহমুদ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার সহযোদ্ধা আহত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে একটি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথচলায় অগ্রসর হচ্ছি। এই ট্রানজিশন পিরিয়ড ও সামনের জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, এখন সেখানে জোট প্রার্থী লড়বেন বলেও সংবাদমাধ্যমে বলা হয়েছে।