রাজশাহী দুর্গাপুরে স্বামীর ওপরে অভিমান করে বিষপান করে সেজোথী খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের আলম নবীর স্ত্রী। জানা গেছে, গত ৬ বছর আগে আলম নবীর সাথে বিয়ে হয় সেজোথীর। তাদের সংসারে একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) পারিবারিক কলহের জের ধরে স্বামী আলম নবীর সাথে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া হয় গৃহবধূ সেজোথী। উক্ত ঝগড়া বিবাদের জের ধরে সেই দিন সন্ধ্যায়তার শয়ন কক্ষে পান বরজে দেওয়া মশা মারা (ফাইফলন) বিষ পান করেন সেজোথী।
বিষপানের কিছুক্ষনের মধ্যে ছটফট করতে থাকলে স্বামী আলম নবী তার কাছে গিয়ে বিষের গন্ধ পায়। এসময় তার বাড়ীর লোকজন সেজোথী খাতুনকে তাৎক্ষনিক উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক সেজোথীকে মৃত ঘোষনা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় দুর্গাপুর থানায় (২৯ ডিসেম্বর) সোমবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















