মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে: মিনু

নিজের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে এবার বিএনপির নিরঙ্কোষ বিজয় হবে।

সোমবার বিকেলে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিনু বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। এই মূহুর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সব আসনে বিএনপি জয় পেয়েছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী।প্রশাসন সবার সাথে সুন্দরভাবেই কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে।

মনোনয়ন দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন উত্তলন হয়েছিলো ৫৬টি। ৬টি আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোনের হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন

সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে: মিনু

প্রকাশিত সময় : ১০:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নিজের মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে এবার বিএনপির নিরঙ্কোষ বিজয় হবে।

সোমবার বিকেলে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিনু বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। এই মূহুর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সব আসনে বিএনপি জয় পেয়েছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী।প্রশাসন সবার সাথে সুন্দরভাবেই কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে।

মনোনয়ন দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন উত্তলন হয়েছিলো ৫৬টি। ৬টি আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোনের হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন