মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে বিয়ের তারিখ, প্রেমের মাসেই সাতপাক, কবে চার হাত এক হচ্ছে বিজয়-রশ্মিকার?

তাঁরা কি আদৌ বাগ্‌দান সেরেছেন? নিজমুখে কেউই কিছু বলেননি। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিলই। বছরশেষের আগে অবশেষে মান্যতা শেষে। বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার তরফ থেকে সিলমোহর দেওয়া হয়েছে আংটিবদলের খবরে।

সঙ্গে আরও একটি খুশির খবর ছড়িয়ে পড়েছে উদ্‌যাপনের আবহে। বাগ্দা‌নের গুঞ্জন প্রকাশ্যে আসার সময়েই শোনা গিয়েছিল, ২০২৬-এর ফেব্রুয়ারিতে নাকি তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। খবর, সে রকমই ঘটতে চলেছে। সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন যুগলে। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্‌যাপন করবেন।

কিন্তু প্রেম বা বাগ্‌দান নিয়ে এত লুকোছাপা? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে?

খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্‌দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্‌দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? জানাননি রক্ষিত-রশ্মিকা। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত এই কারণেই প্রেম, বাগ্‌দান , বিয়ে নিয়ে রশ্মিকা ততটাও সরব নন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

প্রকাশ্যে বিয়ের তারিখ, প্রেমের মাসেই সাতপাক, কবে চার হাত এক হচ্ছে বিজয়-রশ্মিকার?

প্রকাশিত সময় : ০৫:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

তাঁরা কি আদৌ বাগ্‌দান সেরেছেন? নিজমুখে কেউই কিছু বলেননি। ফলে, বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিলই। বছরশেষের আগে অবশেষে মান্যতা শেষে। বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার তরফ থেকে সিলমোহর দেওয়া হয়েছে আংটিবদলের খবরে।

সঙ্গে আরও একটি খুশির খবর ছড়িয়ে পড়েছে উদ্‌যাপনের আবহে। বাগ্দা‌নের গুঞ্জন প্রকাশ্যে আসার সময়েই শোনা গিয়েছিল, ২০২৬-এর ফেব্রুয়ারিতে নাকি তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। খবর, সে রকমই ঘটতে চলেছে। সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন যুগলে। উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্‌যাপন করবেন।

কিন্তু প্রেম বা বাগ্‌দান নিয়ে এত লুকোছাপা? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে?

খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্‌দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্‌দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? জানাননি রক্ষিত-রশ্মিকা। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত এই কারণেই প্রেম, বাগ্‌দান , বিয়ে নিয়ে রশ্মিকা ততটাও সরব নন।