মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফের বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের নতুন গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের দাবি—আবারো অন্তঃসত্ত্বা বুবলী। আর সেই সন্তানের বাবা হিসেবে উঠে আসছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নাম।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা বুবলী ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সময়টা বেশ ব্যস্ততায় কাটছে তার। তবে এসবের মাঝেই ফের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে শাকিব খান ও বুবলীকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, শাকিব খানের দুই স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে আলোচনা নতুন কিছু নয়। যদিও শাকিব খান দুজনকেই প্রাক্তন স্ত্রী হিসেবে দাবি করেন, তবে দুই পুত্রসন্তানের দায়িত্ব পালনে তিনি অবিচল। প্রতিবেদনে আরো বলা হয়, কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী বুবলী ও ছেলে বীরকে নিয়ে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরার পরই নতুন করে গুঞ্জনের জন্ম।

সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের বড় অংশের দাবি, বুবলী অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা উচিত হয়নি তার।

২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দু’বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের সন্তানের জন্ম হয় আমেরিকায়। ফের অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে চর্চা চলছে।

মাস কয়েক আগে ছেলে বীরের নাগরিকত্ব সংক্রান্ত কাজে আমেরিকায় যান শাকিব-বুবলী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও প্রকাশ করেন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, “বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন।” পাশাপাশি শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানান, এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

প্রকাশিত সময় : ১১:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে পা রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের নতুন গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের দাবি—আবারো অন্তঃসত্ত্বা বুবলী। আর সেই সন্তানের বাবা হিসেবে উঠে আসছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নাম।

‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখা বুবলী ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে সময়টা বেশ ব্যস্ততায় কাটছে তার। তবে এসবের মাঝেই ফের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে শাকিব খান ও বুবলীকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, শাকিব খানের দুই স্ত্রী—অপু বিশ্বাস ও শবনম বুবলীকে কেন্দ্র করে আলোচনা নতুন কিছু নয়। যদিও শাকিব খান দুজনকেই প্রাক্তন স্ত্রী হিসেবে দাবি করেন, তবে দুই পুত্রসন্তানের দায়িত্ব পালনে তিনি অবিচল। প্রতিবেদনে আরো বলা হয়, কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী বুবলী ও ছেলে বীরকে নিয়ে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরার পরই নতুন করে গুঞ্জনের জন্ম।

সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনদের বড় অংশের দাবি, বুবলী অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা উচিত হয়নি তার।

২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দু’বছর পরে। সেই সময়ে এই খবরে প্রায় ঝড় ওঠে। বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের সন্তানের জন্ম হয় আমেরিকায়। ফের অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে চর্চা চলছে।

মাস কয়েক আগে ছেলে বীরের নাগরিকত্ব সংক্রান্ত কাজে আমেরিকায় যান শাকিব-বুবলী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও প্রকাশ করেন। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, “বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভিত্তিহীন।” পাশাপাশি শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানান, এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না তিনি।