সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বুধবার রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়।
এছাড়াও পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বেলা ২টার দিকে খালেদা জিয়ার জানাজা নামাজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক অ্যাভিনিউর এবং আশপাশের এলাকায় অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করবেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























