সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় করেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ। এখন অপেক্ষা, জানাজার মাধ্যমে প্রিয় নেত্রীকে বিদায় জানানোর।
বুধবার সকালে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষ অবস্থান করছেন। অন্যদিকে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে এসেছেন। অনেকে নিজ নিজ সংগঠনের সঙ্গে এসেছেন, কেউ কেউ এসেছেন নিজের মতো করে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি নেতাকর্মীদের ভিড় কেন্দ্র করে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, কালো পতাকা ও কালো ব্যাজ। অনেকেই তা বিশেষ করে কালো ব্যাজ কিনে পরছেন। অনেককেই দেখা যায় ছবি তুলতে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















