রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার রায় আজ

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আজ। বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করবেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ ঠিক করেন।

মামলার আসামিরা হলেন- স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী।

আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার রায় আজ

প্রকাশিত সময় : ১১:১৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আজ। বুধবার (৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এ রায় ঘোষণা করবেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ ঠিক করেন।

মামলার আসামিরা হলেন- স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী।

আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্ত বয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের একটি জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেন।