আগুন নেভানো ও উদ্ধার অভিযানের অনুশীলন করার সময় একটি গুহার ছাদ হঠাৎ ধসে পড়লে সেখানে আটকা পড়েছেন ব্রাজিলের ১৫ জন ফায়ার সার্ভিস কর্মী। ]
রোববার (৩১ অক্টোবর) ভোরে দেশটির সাও পাওলো রাজ্যে এই ঘটনা ঘটে। রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ এই টুইট বার্তায় জানায়, আলটিনোপোলিস শহরের একটি গুহায় ২৬ জন অগ্নিনির্বাপক কর্মীর একটি বিশেষ অনুশীলন চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
গুহার ছাদ ধসে পড়ার পর ফায়ার সার্ভিস দলের একটি অংশ ভেতরে আটকা পড়ে যায়। এতে তিন কর্মী গুরুতর আঘাত পেলেও জীবিত উদ্ধার করা গেছে। তাদের হাড়গোড় ভেঙে গেছে।
তবে, অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছেন আট জন। ভেতরে আটক পড়াদের উদ্ধারে অভিযান শুরু হলেও তাদের ভাগ্য সম্পর্কে কিছু জানতে পারেনি রাজ্যের কর্মকর্তারা।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে রাজ্যের পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরাও যোগ দিয়েছেন। আটকে পড়াদের উদ্ধারে সেনা তলবের কথাও ভাবছেন কর্মকর্তারা।
সাও পাওলোর আলটিনোপোলিস শহর গুহার কারণে সুপরিচিত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্পট। সেই শহরকেই অনুশীলনের জন্য বেছে নেয় রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























