ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজায় আরও বড় ধরনের হামলার নির্দেশ দেন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৭০০ জন। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে।
তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং যুদ্ধের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ২১৯ জন, যাদের গাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭২৪ জন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং এই ভূখণ্ডের অন্তত ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























