চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী গৃহপরিচারিকা পিংকি আক্তার মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় পরীমণির পাশাপাশি একই ফ্ল্যাটে বসবাসকারী সৌরভ (২৮) নামের একজনকেও আসামি করা হয়েছে।
হয়ে পিংকির মাথা, মুখ ও চোখে এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় সৌরভ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরীমণিকে নির্যাতনে উৎসাহিত করেন।
পরবর্তীতে পিংকি আক্তার ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন এবং ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কিন্তু কোনো অগ্রগতি না দেখে আদালতের দ্বারস্থ হন।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 

























