রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মাহমুদুর রহমান।
স্থানীয়রা জানান, সিএনজিতে করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপ সঙ্গে সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়।
কাউখালী থানার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে, মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























