ভারত শাসিত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি অজ্ঞাত বিমান একটি স্কুল ভবনে বিধ্বস্ত হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মতে, আজ বুধবার ভোরে পাকিস্তানে মিসাইল হামলা শুরু হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে। খবর: দ্য গার্ডিয়ান।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দার বলেন, ‘আকাশে এক বড় ধরনের আগুন দেখতে পাই। এরপর একাধিক বিস্ফোরণের শব্দও শুনতে পাই।’ দুর্ঘটনাস্থলটি দক্ষিণ কাশ্মীরের পাম্পোর এলাকার ওয়ুয়ান গ্রামে।
ফায়ার ব্রিগেডের সদস্যরা জানায়, আগুন নেভাতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছিল। পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনার পরপরই ওই এলাকা ঘিরে ফেলেন।
ভারতীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ভারতের শাসিত কাশ্মীরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
এটি ওয়ুয়ান গ্রামে ঘটে যাওয়া দুর্ঘটনাই কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে, পাকিস্তানের এক কর্মকর্তা গার্ডিয়ানকে জানান, ভারতের বিমানবাহিনীর অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























