সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ২৪ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত

পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে। গত বুধবার পাকিস্তানে বিমান হামলা শুরু করার পর থেকে এবং কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে পাকিস্তানে প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ভারত সরকার বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পরে বুধবারের এই হামলা চালানো হল। অবশ্য পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকে কাশ্মীরে তাদের বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। এই সহিংসতার ফলে প্রতিবেশীদের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারতের ২৪ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত

প্রকাশিত সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

পরমাণু শক্তিধর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারত উত্তরের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে। গত বুধবার পাকিস্তানে বিমান হামলা শুরু করার পর থেকে এবং কয়েক দশকের মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে পাকিস্তানে প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ভারত সরকার বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে।

বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দোষারোপ করার দুই সপ্তাহ পরে বুধবারের এই হামলা চালানো হল। অবশ্য পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ তখন থেকে কাশ্মীরে তাদের বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বিনিময় করেছে। পাশাপাশি কামানের গোলাও ছুঁড়েছে। এই সহিংসতার ফলে প্রতিবেশীদের মধ্যে আরো ব্যাপক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।