সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেহবাজ-ইমরান বৈঠকের গুঞ্জন, নড়েচড়ে বসেছে পাকিস্তানের রাজনীতি

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন এক নাটকীয় মোড়, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্মত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসতে। এই বৈঠককে স্বাগত জানিয়ে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত সোমবার (১২ মে) আদিয়ালা কারাগারে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাব তার কাছে পৌঁছে দেন।

ইমরান খান তাতে সম্মতি দেন, তবে সঙ্গে জুড়ে দেন বেশ কিছু শর্ত। ইমরান খানের বরাতে পিটিআই চেয়ারম্যান জানান, এই আলোচনা গণমাধ্যমের দৃষ্টির বাইরে, একান্ত ব্যক্তিগত পরিবেশে হওয়া উচিত। অতীতে অতিরিক্ত প্রচারের কারণে যেভাবে আলোচনা ভেস্তে গেছে, এবার সেই ভুল করতে রাজি নন তিনি (ইমরান খান)। পিটিআই সূত্র বলছে, আলোচনা হবে অত্যন্ত কৌশলী ও কূটনৈতিকভাবে। এদিকে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খান চাইছেন, আলোচনায় সেনাবাহিনীর ন্যূনতম পরোক্ষ সমর্থন থাকুক, এমনকি প্রয়োজনে সেনাবাহিনীর কোনো প্রতিনিধিও আলোচনায় উপস্থিত থাকতে পারেন।

সম্প্রতি জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে শেহবাজ শরিফ রাজনৈতিক সংলাপের ডাক দেন। একে স্বাগত জানায় পিটিআই। তবে দলটি জানিয়ে দেয়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ সম্ভব নয়। শেষ পর্যন্ত ইমরানের সবুজ সংকেতেই আলোচনা এগোতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত নিয়ে পিটিআই নেতৃত্ব এখনো মুখে কুলুপ এঁটেছে। ব্যারিস্টার গওহর জানান, আলোচনার বিষয়বস্তু প্রকাশ করার এখতিয়ার তার নেই। এদিকে দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী দিনের নির্বাচন, কারাগারে ইমরানের শর্ত, এবং পিটিআই নেতাদের মুক্তি বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শেহবাজ-ইমরান বৈঠকের গুঞ্জন, নড়েচড়ে বসেছে পাকিস্তানের রাজনীতি

প্রকাশিত সময় : ০৮:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন এক নাটকীয় মোড়, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সম্মত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসতে। এই বৈঠককে স্বাগত জানিয়ে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত সোমবার (১২ মে) আদিয়ালা কারাগারে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শেহবাজ শরিফের আলোচনার প্রস্তাব তার কাছে পৌঁছে দেন।

ইমরান খান তাতে সম্মতি দেন, তবে সঙ্গে জুড়ে দেন বেশ কিছু শর্ত। ইমরান খানের বরাতে পিটিআই চেয়ারম্যান জানান, এই আলোচনা গণমাধ্যমের দৃষ্টির বাইরে, একান্ত ব্যক্তিগত পরিবেশে হওয়া উচিত। অতীতে অতিরিক্ত প্রচারের কারণে যেভাবে আলোচনা ভেস্তে গেছে, এবার সেই ভুল করতে রাজি নন তিনি (ইমরান খান)। পিটিআই সূত্র বলছে, আলোচনা হবে অত্যন্ত কৌশলী ও কূটনৈতিকভাবে। এদিকে বিশ্বস্ত একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খান চাইছেন, আলোচনায় সেনাবাহিনীর ন্যূনতম পরোক্ষ সমর্থন থাকুক, এমনকি প্রয়োজনে সেনাবাহিনীর কোনো প্রতিনিধিও আলোচনায় উপস্থিত থাকতে পারেন।

সম্প্রতি জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে শেহবাজ শরিফ রাজনৈতিক সংলাপের ডাক দেন। একে স্বাগত জানায় পিটিআই। তবে দলটি জানিয়ে দেয়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ সম্ভব নয়। শেষ পর্যন্ত ইমরানের সবুজ সংকেতেই আলোচনা এগোতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত নিয়ে পিটিআই নেতৃত্ব এখনো মুখে কুলুপ এঁটেছে। ব্যারিস্টার গওহর জানান, আলোচনার বিষয়বস্তু প্রকাশ করার এখতিয়ার তার নেই। এদিকে দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আগামী দিনের নির্বাচন, কারাগারে ইমরানের শর্ত, এবং পিটিআই নেতাদের মুক্তি বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।