সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হামলার আগে পাকিস্তানকে জানিয়েছিল দিল্লি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতে

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই ‘স্বীকারোক্তির’ পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

ভারতেরর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল।

শনিবার রাহুল গান্ধী এক্স-এ জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলেছি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের ওপর হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে সরে যাওয়ার এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয়।

সমালোচনার মুখে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে।

রাহুল গান্ধী এক্স- এ এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীর এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, “কে এটা অনুমোদন করেছে? এর জন্য আমাদের বিমানবাহিনী কত বিমান হারিয়েছে?”

আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং কথিত পূর্ব সতর্কতাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “পাকিস্তানকে আগে থেকে জানানো ভারত এবং আমাদের সেনাবাহিনীর প্রতি বিশ্বাসঘাতকতা। এটি নজিরবিহীন এবং ক্ষমার অযোগ্য।”

তিনি আরো বলেন, “এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সত্যি বলছেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেগুলোর সত্যতা কতটুকু। কেন পাকিস্তানকে আগে বলা হলো। এটি কি উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল? ভারতের মানুষের এ ব্যাপারে জানার অধিকার আছে। মোদি সরকারকে উত্তর দিতে হবে। তারা কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বেঈমানি এবং আমাদের নিরাপত্তাকে অবমূল্যায়ন করেছে কি না। এরপর বিরোধী দল সাধারণ মানুষকে জানাবে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হামলার আগে পাকিস্তানকে জানিয়েছিল দিল্লি, পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতে

প্রকাশিত সময় : ১০:২৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেছিল ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের এই ‘স্বীকারোক্তির’ পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

ভারতেরর প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল।

শনিবার রাহুল গান্ধী এক্স-এ জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “অপারেশনের শুরুতে, আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলেছি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের ওপর হামলা চালাব না। এতে পাক সেনাদের দূরে সরে যাওয়ার এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয়।

সমালোচনার মুখে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে, এমন কিছু বলেননি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে।

রাহুল গান্ধী এক্স- এ এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রীর এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, “কে এটা অনুমোদন করেছে? এর জন্য আমাদের বিমানবাহিনী কত বিমান হারিয়েছে?”

আম আদমি পার্টির (এএপি) রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং কথিত পূর্ব সতর্কতাকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “পাকিস্তানকে আগে থেকে জানানো ভারত এবং আমাদের সেনাবাহিনীর প্রতি বিশ্বাসঘাতকতা। এটি নজিরবিহীন এবং ক্ষমার অযোগ্য।”

তিনি আরো বলেন, “এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সত্যি বলছেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেগুলোর সত্যতা কতটুকু। কেন পাকিস্তানকে আগে বলা হলো। এটি কি উচ্চপর্যায়ের নির্দেশনা ছিল? ভারতের মানুষের এ ব্যাপারে জানার অধিকার আছে। মোদি সরকারকে উত্তর দিতে হবে। তারা কি সশস্ত্র বাহিনীর সঙ্গে বেঈমানি এবং আমাদের নিরাপত্তাকে অবমূল্যায়ন করেছে কি না। এরপর বিরোধী দল সাধারণ মানুষকে জানাবে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করবে।”