শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ লাখ টাকা ঘুষ চাওয়া সেই এসআই বরখাস্ত

নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৪ জুন) নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে।

সম্প্রতি গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। এ মামলা তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

তদন্ত করতে চাঁচকৈড় বাজারে ওই প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই জাফর। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। এ সময় মামলা থেকে প্রবাসী রাসেলের নাম প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। পরে মুঠোফোনে রাসেলের নাম প্রত্যাহারের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

বিষয়টি জানাজানি হলে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদর পুলিশ লাইনে সংযুক্ত করে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেছেন, পুলিশ সদস্য হিসেবে ঘুষ নেওয়া খুবই গর্হিত কাজ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৫ লাখ টাকা ঘুষ চাওয়া সেই এসআই বরখাস্ত

প্রকাশিত সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগে গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৪ জুন) নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিমের ছেলে।

সম্প্রতি গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন। এ মামলা তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

তদন্ত করতে চাঁচকৈড় বাজারে ওই প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই জাফর। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। এ সময় মামলা থেকে প্রবাসী রাসেলের নাম প্রত্যাহারের আশ্বাস দেন তিনি। পরে মুঠোফোনে রাসেলের নাম প্রত্যাহারের জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

বিষয়টি জানাজানি হলে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদর পুলিশ লাইনে সংযুক্ত করে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেছেন, পুলিশ সদস্য হিসেবে ঘুষ নেওয়া খুবই গর্হিত কাজ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।