সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার ‘সবচেয়ে শক্তিশালী’ হামলা

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং দুই শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণ মাত্রায় রাশিয়ার আক্রমণ শুরু করার পর থেকে এটিই শহরের ওপর সবচেয়ে শক্তিশালী হামলা। খবর আল-জাজিরার

তেরেখভ আজ শনিবার ভোরে টেলিগ্রামে লিখেছেন, ‘এখনো ড্রোন উপরে ঘুরছে।’ তখন শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছিল। আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র জানিয়েছেন, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত ১৪ লক্ষ মানুষের এই শহরে ভোর হওয়ার আগে ৪৮টি ইরানি তৈরি ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবারের হামলায়ও শহরটিতে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।

ইউক্রেন কর্তপক্ষ জানিয়েছে, দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমার আক্রমণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী আজ শনিবার জানায়, রাতে রাশিয়া২১৫টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৮৭টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ও নিষ্ক্রিয় করেছে।

এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে একজন দম্পতি নিহত এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন। এছাড়া ডনিপ্রোতে ৪৫ এবং ৮৮ বছর বয়সী দুই নারী পৃথক হামলায় আহত হয়েছেন।

কয়েকদিন আগে রাশিয়ার বিমানঘাঁটিতে করা ইউক্রেনের হামলার জবাবেই এই হামলা চালিয়েছে রাশিয়া। গতকালও ব্যাপক ড্রোন হামলা করে রাশিয়া। গতকাল মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভই রাশিয়ার লক্ষ্য ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার ‘সবচেয়ে শক্তিশালী’ হামলা

প্রকাশিত সময় : ১০:২৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং দুই শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, ২০২২ সালে পূর্ণ মাত্রায় রাশিয়ার আক্রমণ শুরু করার পর থেকে এটিই শহরের ওপর সবচেয়ে শক্তিশালী হামলা। খবর আল-জাজিরার

তেরেখভ আজ শনিবার ভোরে টেলিগ্রামে লিখেছেন, ‘এখনো ড্রোন উপরে ঘুরছে।’ তখন শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছিল। আবাসিক ভবন এবং বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র জানিয়েছেন, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত ১৪ লক্ষ মানুষের এই শহরে ভোর হওয়ার আগে ৪৮টি ইরানি তৈরি ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গাইডেড বোমা নিক্ষেপ করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবারের হামলায়ও শহরটিতে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।

ইউক্রেন কর্তপক্ষ জানিয়েছে, দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমার আক্রমণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী আজ শনিবার জানায়, রাতে রাশিয়া২১৫টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৮৭টি ড্রোন এবং সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ও নিষ্ক্রিয় করেছে।

এদিকে, দেশটির দক্ষিণাঞ্চলের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে একজন দম্পতি নিহত এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন। এছাড়া ডনিপ্রোতে ৪৫ এবং ৮৮ বছর বয়সী দুই নারী পৃথক হামলায় আহত হয়েছেন।

কয়েকদিন আগে রাশিয়ার বিমানঘাঁটিতে করা ইউক্রেনের হামলার জবাবেই এই হামলা চালিয়েছে রাশিয়া। গতকালও ব্যাপক ড্রোন হামলা করে রাশিয়া। গতকাল মূলত ইউক্রেনের রাজধানী কিয়েভই রাশিয়ার লক্ষ্য ছিল।