ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রী ও ক্রু নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান
তারেক রহমান লেখেন, এটি একটি হৃদবিদারক যে ভারত থেকে বিভিন্ন জাতির ২৪২ জনকে নিয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই তাদের এই দুঃখের সময় পাশে দাঁড়াই ও আন্তরিকভাবে দোয়া করি।’
উল্লেখ্য, আজ দুপুরে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। একজন বাদে এতে থাকা ২৪১ জনই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া উড়োজাহাজটি যে মেডিকেল হোস্টেলের ওপরে আছড়ে পড়ে সেখানকার পাঁচ ছাত্র নিহত হয়েছেন। এখনো উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























