কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার রশিদনগর জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার সদরের দক্ষিণ পাতলি এলাকার শফিকুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (৫৫), তার ছেলে মোহাম্মদ রিয়াদ (২২) ও রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।
ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘‘চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

রিপোর্টারের নাম 

























