ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ হামলা নিয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, শক্তিশালী ও চতুর ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গেছে এবং প্রতিদ্বন্দ্বী দেশের প্রতি ইরানের ক্ষমতার বার্তা প্রেরণ করেছে। খবর আল জাজিরার।
ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা প্রমাণ করেছে যে আমরা দখলকৃত অঞ্চলের আকাশপথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি এবং এর বাসিন্দারা ইরানি হামলার বিরুদ্ধে সম্পূর্ণরূপে অসহায়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
ইসরায়েলি মিডিয়ার মতে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি পার্কিং লটে আগুন লেগেছে। তবে অন্য কোথাও আঘাত লেগেছে কি না তা স্পষ্ট নয়, কারণ ইসরায়েল কৌশলগত স্থানে হামলা নিয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি ইরানের আকাশপথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন এবং দেশটির নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন।

রিপোর্টারের নাম 

























