সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের ওপর নতুন হামলার বিস্তারিত জানাল ইরান

ইসরায়েলের ওপর নতুন হামলার বিস্তারিত জানাল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলের ওপর সর্বশেষ হামলার বিবরণ প্রকাশ করেছে। আজ শনিবার ভোরে ‍নতুন ওই হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আইআরজিসি ইসরায়েলের উপর তাদের সর্বশেষ হামলার বিবরণ প্রকাশ করেছে।

আইআরজিসির বিবৃতি অনুসারে, “শনিবার ভোরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৮তম আক্রমণ চালানো হয়েছে। বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থান ও অপারেশনাল সহায়তা কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল।”

বিবৃতিতে বলা হয়েছে, “এই আক্রমণে ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যহার করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডের উপর ‘আকাশে ক্রমাগত মিশন পরিচালনা করে’, সেইসাথে কঠিন ও তরল জ্বালানিচালিত ইরানি ক্ষেপণাস্ত্রও হামলায় অন্তর্ভুক্ত ছিল।”

আইআরজিসি বলেছে, “সর্বাধিক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বাধা দিতে অক্ষম ছিল।”

আইআরজিসি হুশিঁয়ারি দিয়ে আরো বলেছে, “ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্মিলিত অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে।”

ইরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কিশোর নিহত

ইরানের কোমে একটি আবাসিক ভবনে আজ শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

ইরানের স্থানীয় গণমাধ্যম সূত্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গত এক ঘণ্টায় ইসরায়েল ইরান জুড়ে আরো বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে:

* ইসরায়েল মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোর ওপর হামলার দাবি করেছে।

* ইসফাহান ও তেহরান প্রদেশে আকাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

* নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, অন্যদিকে তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইসরায়েলের ওপর নতুন হামলার বিস্তারিত জানাল ইরান

প্রকাশিত সময় : ০৯:৩২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ইসরায়েলের ওপর নতুন হামলার বিস্তারিত জানাল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলের ওপর সর্বশেষ হামলার বিবরণ প্রকাশ করেছে। আজ শনিবার ভোরে ‍নতুন ওই হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, আইআরজিসি ইসরায়েলের উপর তাদের সর্বশেষ হামলার বিবরণ প্রকাশ করেছে।

আইআরজিসির বিবৃতি অনুসারে, “শনিবার ভোরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৮তম আক্রমণ চালানো হয়েছে। বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের সামরিক স্থান ও অপারেশনাল সহায়তা কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল।”

বিবৃতিতে বলা হয়েছে, “এই আক্রমণে ইরানের অভ্যন্তরীণভাবে ডিজাইন করা শাহেদ-১৩৬ ড্রোন ব্যহার করা হয়েছে, যা দখলকৃত ভূখণ্ডের উপর ‘আকাশে ক্রমাগত মিশন পরিচালনা করে’, সেইসাথে কঠিন ও তরল জ্বালানিচালিত ইরানি ক্ষেপণাস্ত্রও হামলায় অন্তর্ভুক্ত ছিল।”

আইআরজিসি বলেছে, “সর্বাধিক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বাধা দিতে অক্ষম ছিল।”

আইআরজিসি হুশিঁয়ারি দিয়ে আরো বলেছে, “ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্মিলিত অভিযান ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে অব্যাহত থাকবে।”

ইরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কিশোর নিহত

ইরানের কোমে একটি আবাসিক ভবনে আজ শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

ইরানের স্থানীয় গণমাধ্যম সূত্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গত এক ঘণ্টায় ইসরায়েল ইরান জুড়ে আরো বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে:

* ইসরায়েল মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোর ওপর হামলার দাবি করেছে।

* ইসফাহান ও তেহরান প্রদেশে আকাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

* নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, অন্যদিকে তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।