মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আবরার ফাহাদের পথ ধরেই রাজনীতি করছে এনসিপি

কুষ্টিয়ায় পদযাত্রা শুরুর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়

তিনি আরও বলেন, বাংলাদেশপন্থীদের পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথ ধরেই রাজনীতি করছে এনসিপি। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।

কুষ্টিয়ায় জুলাই পদযাত্রার ৮ম দিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এই কর্মসূচি। বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হতে দেরি হওয়ায় এবং বৈরি আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টির কারণে শহরে কয়েকটি স্থানে পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করে ৫ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে।

গত ১ জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু করে এনসিপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

আবরার ফাহাদের পথ ধরেই রাজনীতি করছে এনসিপি

প্রকাশিত সময় : ০৫:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

কুষ্টিয়ায় পদযাত্রা শুরুর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়

তিনি আরও বলেন, বাংলাদেশপন্থীদের পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথ ধরেই রাজনীতি করছে এনসিপি। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহবান জানাচ্ছি।

কুষ্টিয়ায় জুলাই পদযাত্রার ৮ম দিনে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় এই কর্মসূচি। বেলা ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছাড়াও নুসরাত তাবাস্সুম, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

এরপর কুমারখালীর আলাউদ্দিন মোড়ে পথসভা করে কুষ্টিয়া শহরে পদযাত্রা শুরু হয়। দিনের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হতে দেরি হওয়ায় এবং বৈরি আবহাওয়ায় থেমে থেমে বৃষ্টির কারণে শহরে কয়েকটি স্থানে পথসভা করার কথা থাকলেও তা সংক্ষিপ্ত করে ৫ রাস্তার মোড়ে মূল পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে।

গত ১ জুলাই রংপুর থেকে এ পদযাত্রা শুরু করে এনসিপি।