গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি নিপীড়নের নথিপত্র প্রস্তুত এবং গণহত্যা ইস্যুতে সরব ভূমিকার কারণে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে
মার্কো রুবিওর দাবি, ফ্রান্সেসকা আলবানিজ ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ’ চালাচ্ছেন। তিনি বর্তমানে জাতিসংঘের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই বিশ্বজুড়ে সক্রিয় কণ্ঠ হিসেবে পরিচিত।
ইসরায়েল ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই আলবানিজের কার্যকলাপে ক্ষুব্ধ। তারা তাঁর পদত্যাগ বা পদচ্যুতির দাবি জানিয়ে আসছে।
এ বিষয়ে আল-জাজিরা আলবানিজের সঙ্গে যোগাযোগ করলে তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সরাসরি অবজ্ঞা করে প্রতিক্রিয়া জানান। এক টেক্সট বার্তায় তিনি লেখেন, ‘মাফিয়া স্টাইলের ভয়ভীতির পদ্ধতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
তিনি আরও লেখেন, ‘আমি ব্যস্ত রয়েছি রাষ্ট্রগুলোকে তাদের গণহত্যা বন্ধের দায় ও দোষীদের বিচারের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিতে—এবং তাদেরও, যারা এসব থেকে লাভবান হচ্ছে।’
ওই দিনই আলবানিজ ইউরোপীয় দেশগুলোকেও সমালোচনা করেন। তিনি বলেন, গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে যেসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় রয়েছে, তারা একইসঙ্গে তাকেই নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে—এটি চরম দ্বিমুখিতা।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























