ব্রাজিল থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত এসেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বিবাদের পর। গত সপ্তাহে লুলা ট্রাম্পকে ‘অবাঞ্ছিত সম্রাট’ বলেছিলেন।
মার্কিন এই হুমকির পর ব্রাজিলের মুদ্রা ‘রিয়াল’-এর মান প্রায় ৩ শতাংশ কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের বড় কোম্পানিগুলোর শেয়ার দরও পড়তির মুখে। লাতিন আমেরিকার এই বৃহত্তম অর্থনীতির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের ফাটল আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। তিনি দ্রুত অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি কঠোর বার্তা দিয়ে লুলা লেখেন, ‘ব্রাজিলের কোনো গৃহশিক্ষকের দরকার নেই। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছিল, তাদের বিচার আমাদের অভ্যন্তরীণ বিষয়। বাইরের কোনো হস্তক্ষেপ বা হুমকি আমরা মানব না।’ তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে শুল্ক বাড়ায়, তাহলে ব্রাজিলও ‘অর্থনৈতিক নিয়ন্ত্রণ আইন’ ব্যবহার করে জবাব দেবে।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান মামলাকে ‘রাজনৈতিক অভিযান’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন, ব্রাজিলের আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত ‘আমেরিকানদের মতপ্রকাশের স্বাধীনতাকে আঘাত করেছে’। তিনি ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারা ব্যবহার করে ব্রাজিলের বাণিজ্য নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তদন্তের ভিত্তিতে আরও শুল্ক বাড়তে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বোলসোনারো অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ট্রাম্প দাবি করেছেন, বোলসোনারোর বিরুদ্ধে মামলা ‘অনুচিত’ এবং এটি একটি ‘উইচ হান্ট’। ট্রাম্প নিজেও ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে জেতার পর তাঁর বিরুদ্ধে সব তদন্ত বন্ধ হয়ে যায়।
বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে নতুন সংকট ডেকে আনবে। ব্রাজিলের রিয়ালের দরপতন ও শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই দেখা গেছে। এখন পাল্টা ব্যবস্থা নিলে বাণিজ্য যুদ্ধের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























