কর ফাঁকির অভিযোগে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। একই সঙ্গে তাঁকে ৩ লাখ ৮৬ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। তবে স্পেনের প্রচলিত আইনে যেহেতু এটি অ-হিংসাত্মক ও প্রথমবারের অপরাধ, তাই আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না।
৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ বর্তমানে ব্রাজিল দলের দায়িত্বে থাকলেও ২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে পাওয়া অর্থ গোপন করে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি।
এ বছরের এপ্রিল মাসে শুরু হওয়া শুনানিতে আনচেলত্তি জানান, ক্লাবের বাইরে থেকে পাওয়া বেতনবহির্ভূত আয়ের বিষয়গুলো তিনি নিজের ব্রিটিশ উপদেষ্টা এবং ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছিলেন। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে কোনো প্রতারণা তিনি করেননি।
স্পেনের কর কর্তৃপক্ষ আনচেলত্তির বিরুদ্ধে চার বছর নয় মাস কারাদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত শুধু ২০১৪ সালের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ১২ মাসের সাজা দেন। ২০১৫ সালের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্পেনের আইনে, দুই বছরের নিচে কারাদণ্ড ও অপরাধী যদি পূর্বে অপরাধ না করে থাকেন, তবে সাধারণত সেই সাজা কারাভোগে রূপান্তরিত হয় না। সেই সুবিধাতেই কার্লো আনচেলত্তিও মুক্ত থাকছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ আনচেলত্তি মাঠের পারফরম্যান্সে যেমন আলোচিত, আর্থিক অনিয়মের অভিযোগেও আগে একাধিকবার শিরোনামে এসেছেন। তবে এবার প্রথমবার আদালতে দোষী সাব্যস্ত হলেন।বর্তমানে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ আনচেলত্তি এই রায়ের ফলে সরাসরি চাকরিতে কোনো প্রভাব না ফেললেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তিতে আঁচ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























