ইউক্রেনকে রাশিয়ার রাজধানীতে মস্কোতে হামলা না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানো উচিত নয় ইউক্রেনের।
বুধবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চায়না ডেইলি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে আরো হামলা চালাতে উৎসাহ দিয়েছিলেন। জেলেনস্কির সঙ্গে এক ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্প জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয়, তবে তারা মস্কোয় হামলা চালাতে পারবে কিনা।
রো অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। পাশাপাশি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে না এলে রাশিয়ার বাকি বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।”

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























