রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের বহনের জন্য মেট্রোরেলে বাগি রিজার্ভ রাখা হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে।এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
এদিকে যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। এখন পর্যন্ত দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে ৪৮ জনকে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























