ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “আইন সংশোধনের পর কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন, সে চাহিবামাত্র আইডি কার্ড দেখাতে হবে। এটা বাধ্যতামূলক।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, “থানায় আনার পর গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনদের জানাতে হবে।১২ ঘণ্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। প্রতিটা গ্রেপ্তারের ক্ষেত্রে কোন আইনে, কি কারণে গ্রেপ্তার হয়েছে। সবকিছুর একটা মেমোরেন্ডাম থাকতে হবে।” নেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, “আমরা বলেছি, আপনি (পুলিশ) যদি সন্দেহের অভিযোগে গ্রেপ্তার করেন, তাকে (পুলিশ) নিশ্চিত হতে হবে আমি এ লোককে গ্রেপ্তার করেছি, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে এবং আমার (পুলিশ) বিশ্বাস করার কারণ আছে, সে আমার সামনে অপরাধ ঘটিয়েছে। এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে। ৭ বছরের নিচে যেসব অপরাধ, এসব ক্ষেত্রে তাকে সন্তুষ্ট হতে হবে, আমি যদি তাকে গ্রেপ্তার না করি, সে পালিয়ে যাবে। এই দুইটা কন্ডিশন ফুল ফিল করলে ৫৪ এর আন্ডারের গ্রেপ্তার করতে পারবে।”
“আমরা আই করেছি, সেখানে অনলাইন বেল বন্ড সাবমিশনের বিধান আছে। সেখানে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে। এছাড়া বিচারিক তদারকি স্ট্রং করেছি। এই আইন যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে মানুষকে আর ইচ্ছামতো গ্রেপ্তার কিংবা গুম করা যাবে না। এসব আইন সংশোধনে মানুষকে হয়রানি বন্ধ হবে। এবং এটা যুগান্তকারী ভূমিকা হিসেবে পালন করবে,” বলেও জানান তিনি।
মাইলস্টোনে নিহতদের ঘটনায় পরিবারের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, “মাইলস্টোন স্কুলের সঙ্গে কথা বলে সব কিছু করা হবে। আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠান হবে। মর্মান্তিক ভাবে দুইজন শিক্ষিকা মারা গেছেন। উনাদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে।”

রিপোর্টারের নাম 



















