বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘উদ্দেশ্যমূলকভাবে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত হবে’

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুুষ্ঠুভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এসব কারণে মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব ঘটছে।’

আজ শনিবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রকৃত নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে।’

এদিন বেলা ১১টায় তিনি র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলার ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।পরবর্তীতে বিজিবি ব্যাটালিয়ন-৬২-ও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘উদ্দেশ্যমূলকভাবে আসামি করার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত হবে’

প্রকাশিত সময় : ০৫:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ব্যক্তিকে আসামি করার বিষয়টি সুুষ্ঠুভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এসব কারণে মামলার তদন্ত কার্যক্রমে বিলম্ব ঘটছে।’

আজ শনিবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ কার্যালয় ও পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রকৃত নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। তদন্তে গাফিলতি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় যেসব অস্ত্র খোয়া গেছে, তা উদ্ধারে চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগেই জোরালো অভিযান চালানো হবে।’

এদিন বেলা ১১টায় তিনি র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। পরে দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এরপর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলার ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।পরবর্তীতে বিজিবি ব্যাটালিয়ন-৬২-ও পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।