সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা

হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা গ্রুপ বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 

হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন।

শুরুতে হান্ডা ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও, সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয় সমর্থন এবং সম্ভাব্যতা যাচাইয়ের পর বিনিয়োগ বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে। এই অর্থ প্রতিষ্ঠানটি বাংলাদেশের টেক্সটাইল খাতে তিনটি আধুনিক কারখানা স্থাপন করবে, যার মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট।

প্রকল্পগুলোর মাধ্যমে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।হান চুন জানান, বিডা, বেজা ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই এই বিনিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘হান্ডা ইন্ডাস্ট্রিজ তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে আধুনিকতার নতুন মাত্রা যুক্ত করতে চায়।’ 

বিডা, বেজা এবং বেপজা কর্মকর্তারা বলছেন, এটি বাংলাদেশের বস্ত্র খাতে একক বৃহত্তম চীনা বিনিয়োগগুলোর মধ্যে একটি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের বস্ত্র খাতে চীনা বিনিয়োগের নেতৃত্ব গ্রহণ করুন এবং অন্যান্য চীনা বিনিয়োগকারীদের এখানে আসতে উৎসাহিত করুন।’

তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণ দেওয়ার জন্যও আহ্বান জানান। যাতে তারা ক্রেতাদের রুচি সম্পর্কে জানতে পারেন।

হান চুন প্রধান উপদেষ্টাকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের জন্য নির্ধারিত কারখানার একটি আধুনিক নকশাও উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা নকশার প্রশংসা করে বলেন, ‘এটা আমার কাছে একটি সুন্দর পেইন্টিংয়ের মতো মনে হয়েছে।’ 

মিরসরাইয়ে কারখানার জন্য প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে জমি লিজ সংক্রান্ত চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি বরাদ্দ ও আনুষঙ্গিক প্রস্তুতির কাজ চলছে, যা চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি হেং জেলি বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা

প্রকাশিত সময় : ১১:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
হংকংভিত্তিক বস্ত্র ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা গ্রুপ বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 

হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই ঘোষণা দেন।

শুরুতে হান্ডা ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করলেও, সরকারের বিভিন্ন সংস্থার সক্রিয় সমর্থন এবং সম্ভাব্যতা যাচাইয়ের পর বিনিয়োগ বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করে। এই অর্থ প্রতিষ্ঠানটি বাংলাদেশের টেক্সটাইল খাতে তিনটি আধুনিক কারখানা স্থাপন করবে, যার মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রক্রিয়াকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট।

প্রকল্পগুলোর মাধ্যমে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে।হান চুন জানান, বিডা, বেজা ও বেপজার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরই এই বিনিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ‘হান্ডা ইন্ডাস্ট্রিজ তাদের প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে আধুনিকতার নতুন মাত্রা যুক্ত করতে চায়।’ 

বিডা, বেজা এবং বেপজা কর্মকর্তারা বলছেন, এটি বাংলাদেশের বস্ত্র খাতে একক বৃহত্তম চীনা বিনিয়োগগুলোর মধ্যে একটি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের বস্ত্র খাতে চীনা বিনিয়োগের নেতৃত্ব গ্রহণ করুন এবং অন্যান্য চীনা বিনিয়োগকারীদের এখানে আসতে উৎসাহিত করুন।’

তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণ দেওয়ার জন্যও আহ্বান জানান। যাতে তারা ক্রেতাদের রুচি সম্পর্কে জানতে পারেন।

হান চুন প্রধান উপদেষ্টাকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের জন্য নির্ধারিত কারখানার একটি আধুনিক নকশাও উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা নকশার প্রশংসা করে বলেন, ‘এটা আমার কাছে একটি সুন্দর পেইন্টিংয়ের মতো মনে হয়েছে।’ 

মিরসরাইয়ে কারখানার জন্য প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে জমি লিজ সংক্রান্ত চুক্তি বুধবার স্বাক্ষরিত হবে। দ্বিতীয় ধাপের জমি বরাদ্দ ও আনুষঙ্গিক প্রস্তুতির কাজ চলছে, যা চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি হেং জেলি বৈঠকে উপস্থিত ছিলেন।