বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাসহ ২৮ জনের বিচার শুরু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ ২৮ জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির ছয় মামলায় চার্জগঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল ইসলাম এবং ৫ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাগুলোতে আগামী ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

‎‎মামলাগুলোর মধ্যে তিনটি ৪ নম্বর আদালত এবং অপর তিনটি ৫ নম্বর বিশেষ জজ আদালত চার্জগঠন করেন। এ চার্জ গঠনের মাধ্যমে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।

‎এর আগে গত ২০ জুলাই ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদালতের মামলাগুলো বদলির আদেশ দেন।

‎‎মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

‎এর আগে ‎প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত ১২ জানুয়ারি পৃথক ছয় মামলা দায়ের করে দুদক।

‎‎‎২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিট অনুমোদন দেয় দুদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাদির অবস্থা সংকটাপন্ন, তবে মৃত্যুর তথ্য সত্য নয়: ইনকিলাব মঞ্চ

হাসিনাসহ ২৮ জনের বিচার শুরু

প্রকাশিত সময় : ১২:৩০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ ২৮ জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির ছয় মামলায় চার্জগঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ রবিউল ইসলাম এবং ৫ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাগুলোতে আগামী ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত।

‎‎মামলাগুলোর মধ্যে তিনটি ৪ নম্বর আদালত এবং অপর তিনটি ৫ নম্বর বিশেষ জজ আদালত চার্জগঠন করেন। এ চার্জ গঠনের মাধ্যমে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো।

‎এর আগে গত ২০ জুলাই ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদালতের মামলাগুলো বদলির আদেশ দেন।

‎‎মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

‎এর আগে ‎প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত ১২ জানুয়ারি পৃথক ছয় মামলা দায়ের করে দুদক।

‎‎‎২০২৪ সালের ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিট অনুমোদন দেয় দুদক।