গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন। আহত হন এক হাজারেরও বেশি।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনের অবরুদ্ধ আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়েছে ৬০ হাজার ৪৩০ জনে।
শনিবার (২ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদোলু’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হন।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৯৮ মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হন আরও ১০৭৯ জন। যার ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হন। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪২২ জনে পৌঁছেছে। আর গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও ১০ হাজার ৬৭ জনেরও বেশি আহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























