সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নজিরবিহীন নিরাপত্তা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে প্রেস ক্লাব-সংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন এক নম্বর ভবনের পঞ্চম তলায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ড. ইউনূস। উপস্থিত আছেন সরকারের অন্য উপদেষ্টারা।

সচিবালয়ের চারপাশে ও ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে গোটা এলাকা। শুধু ১ নম্বর গেট দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ওই গেটে সোয়াট টিম মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি বিজিবি, র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টে।

সকাল থেকে সচিবালয়ে স্টিকারবিহীন কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরাও সকাল সোয়া ১১টা পর্যন্ত প্রবেশের অনুমতি পাননি। ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ আশপাশে যেতেও পারেননি।

নতুন ১ নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে ও চেকপোস্ট। ভবনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন। তখন তিনি ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন। এবারের বৈঠকটি নতুন নির্মিত ভবনে হওয়ায় একে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় হয়ে আসছিল। পরে প্রধানমন্ত্রীর পুরনো কার্যালয় সংস্কার করে সেটিকে প্রধান উপদেষ্টার দপ্তর হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হতে পারেন বলে জানা গেছে। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা আছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, নজিরবিহীন নিরাপত্তা

প্রকাশিত সময় : ০৪:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সকাল ৯টা ৩০ মিনিটে প্রেস ক্লাব-সংলগ্ন ৫ নম্বর গেট দিয়ে সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন এক নম্বর ভবনের পঞ্চম তলায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ড. ইউনূস। উপস্থিত আছেন সরকারের অন্য উপদেষ্টারা।

সচিবালয়ের চারপাশে ও ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে গোটা এলাকা। শুধু ১ নম্বর গেট দিয়ে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ওই গেটে সোয়াট টিম মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি বিজিবি, র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টে।

সকাল থেকে সচিবালয়ে স্টিকারবিহীন কোনো গাড়িকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকরাও সকাল সোয়া ১১টা পর্যন্ত প্রবেশের অনুমতি পাননি। ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ আশপাশে যেতেও পারেননি।

নতুন ১ নম্বর ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে ও চেকপোস্ট। ভবনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রথমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন। তখন তিনি ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন। এবারের বৈঠকটি নতুন নির্মিত ভবনে হওয়ায় একে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় হয়ে আসছিল। পরে প্রধানমন্ত্রীর পুরনো কার্যালয় সংস্কার করে সেটিকে প্রধান উপদেষ্টার দপ্তর হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হতে পারেন বলে জানা গেছে। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কিছু দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা আছে বলে একাধিক সূত্র জানিয়েছে।