মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিয়েন্ট সোয়ে মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী নাইপিদো’র একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
সেনাবাহিনী পরিচালিত জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত রোগ ও সংশ্লিষ্ট জটিলতায় ভুগছিলেন মিয়েন্ট সোয়ে। এ কারণে তিনি ২০২৪ সালের জুলাই মাস থেকে চিকিৎসার ছুটিতে ছিলেন।
২০২১ সালে অং সান সু চি’র নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর, মিয়েন্ট সোয়েকে ‘পুতুল’ প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি মূলত প্রতীকী ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করছিলেন।
তার অনুপস্থিতিতে জান্তা প্রধান মিন অং হ্লাইং ২০২৪ সালের জুলাই থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন।
জান্তা সরকারের এক বিবৃতিতে বলা হয়, মিয়েন্ট সোয়ে ধীরে ধীরে ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দ্য, জ্বর এবং মানসিক সক্ষমতা হ্রাসের মতো উপসর্গে ভুগছিলেন। ২০২৩ সালের শুরুতেই তার মধ্যে এসব উপসর্গ দেখা দেয়। পরে ২০২৪ সালের এপ্রিল মাসে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং সেখান থেকে ফিরে তিনি ছুটিতে যান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়, মিয়েন্ট সোয়ে বারবার দেশে জরুরি অবস্থা জারির মেয়াদ অনুমোদন করেন। মিয়েন্ট সোয়ের মৃত্যুতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 























