চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব যন্ত্রণার সময় পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার দুপুরে কর্তব্যরত পুলিশ সদস্যরা নারীটিকে যন্ত্রণায় কাতর অবস্থায় দেখতে পেয়ে পথচারী নারীদের সহায়তায় নিরাপদে সন্তানের জন্মের ব্যবস্থা করেন।
পরে নবজাতক ও প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।
বাংলাদেশ পুলিশের ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
সিএমপি’র এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশ পুলিশ বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক নির্ভরযোগ্য বন্ধু।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























