রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগষ্ট) বিকেলে রংপুর সদর দপ্তরের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, “এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, “আজ দিনব্যাপী রংপুরের নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছি। তারাও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের আশ্বস্ত করেছে।”

এক দিনের সফরে রংপুরে এসে শনিবার সকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তার সঙ্গেও মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে বিগত সময়ের নির্বাচনগুলো দেখে বর্তমান নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই মানুষকে কেন্দ্র নিয়ে আসাই একটা বড় চ‍্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি।

একই সাথে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

এর আগে আজ সকালে রংপুরে সংবাদ সম্মেলনে সিইসি বলেছিলেন, “‍বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরো উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।মানুষ ভোটকেন্দ্রে যাওয়া ভুলে গেছে। তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে।আর এই সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমরা সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই, পরামর্শ চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন: সিইসি

প্রকাশিত সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগষ্ট) বিকেলে রংপুর সদর দপ্তরের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, “এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে, তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, “আজ দিনব্যাপী রংপুরের নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছি। তারাও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের আশ্বস্ত করেছে।”

এক দিনের সফরে রংপুরে এসে শনিবার সকালে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তার সঙ্গেও মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে বিগত সময়ের নির্বাচনগুলো দেখে বর্তমান নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, তাই মানুষকে কেন্দ্র নিয়ে আসাই একটা বড় চ‍্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তিনি।

একই সাথে নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

এর আগে আজ সকালে রংপুরে সংবাদ সম্মেলনে সিইসি বলেছিলেন, “‍বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আরো উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে মানুষ পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।মানুষ ভোটকেন্দ্রে যাওয়া ভুলে গেছে। তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। এজন্য সচেতনতার প্রয়োজন রয়েছে।আর এই সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আমরা সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই, পরামর্শ চাই।”