মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ওয়াই-ফাই ব্যবহৃত হয়, আর রাউটারটি ২৪ ঘণ্টায় সচল থাকে। অনেকেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে দেন। তবে প্রশ্ন থাকে— রাতে রাউটার চালু থাকলেও, যদি কোনো ডিভাইস না চালানো হয়, তাহলে বিদ্যুৎ খরচ কতটা হয়?

বাসায় আমরা নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করি। মাস শেষে বিদ্যুৎ বিল দেখেই অনেক সময় হতাশ হতে হয়।

তাই কোন ডিভাইসটি কতটুকু বিদ্যুৎ খরচ করে তা জানা থাকলে ব্যবহারে সচেতনতা আনা যায়। এর ফলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।
একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে।

সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।
রাউটারে মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ হলে, মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা হয়। তাহলে বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা = ৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা হয় তাহলে এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

ওয়াই-ফাই রাউটারে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

প্রকাশিত সময় : ১২:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ওয়াই-ফাই ব্যবহৃত হয়, আর রাউটারটি ২৪ ঘণ্টায় সচল থাকে। অনেকেই আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে রাউটার বন্ধ করে দেন। তবে প্রশ্ন থাকে— রাতে রাউটার চালু থাকলেও, যদি কোনো ডিভাইস না চালানো হয়, তাহলে বিদ্যুৎ খরচ কতটা হয়?

বাসায় আমরা নানা ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করি। মাস শেষে বিদ্যুৎ বিল দেখেই অনেক সময় হতাশ হতে হয়।

তাই কোন ডিভাইসটি কতটুকু বিদ্যুৎ খরচ করে তা জানা থাকলে ব্যবহারে সচেতনতা আনা যায়। এর ফলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।
একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে।

সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।
রাউটারে মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ হলে, মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা হয়। তাহলে বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা = ৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট = ৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা হয় তাহলে এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।