মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২০

বিদায়ী জুলাই মাসে দেশে শুধু সড়ক দুর্ঘটনার ৫২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জুলাই মাসে সারা দেশে ৫০৬ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২০ জন নিহত ও ১৩৫৬ জন আহত হয়েছে। এছাড়া, রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত, ৪১ জন আহত এবং নৌপথে ১৪ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। মোট ৫৫৪ দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত ও ১৪১১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন যানবাহন ও পথচারীর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই সবচেয়ে বেশি। জুলাইয়ে মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা এবং নিহতের ৩২.৫০ শতাংশ মোটরসাইকেল চালক ও যাত্রী।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২২টি সড়ক দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ২৯৫ জন আহত হয়েছে, যেখানে বরিশাল বিভাগে সর্বনিম্ন ২৩ দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ২ পুলিশ সদস্য, একজন বীর মুক্তিযোদ্ধা, ১২০ পরিবহন চালক, ৯০ পথচারী, ৭০ নারী, ৫৬ শিশু, ৫০ শিক্ষার্থী, ১৯ পরিবহন শ্রমিক ও ৯ রাজনৈতিক নেতাকর্মী।

সমিতি সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে—বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট-বড় গর্তের কারণে যান নিয়ন্ত্রণ হারানো, আলোকসজ্জা ও রোড মার্কিং-এর অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে যান চলাচল, অবৈধ যাত্রীবহন এবং চালকের বিরামহীন ড্রাইভিং।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,
“সরকারি উদ্যোগে জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণ, আধুনিক ও দক্ষ চালক প্রশিক্ষণ এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে হবে।”

দুর্ঘটনা রোধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২০

প্রকাশিত সময় : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিদায়ী জুলাই মাসে দেশে শুধু সড়ক দুর্ঘটনার ৫২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, জুলাই মাসে সারা দেশে ৫০৬ সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২০ জন নিহত ও ১৩৫৬ জন আহত হয়েছে। এছাড়া, রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত, ৪১ জন আহত এবং নৌপথে ১৪ দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। মোট ৫৫৪ দুর্ঘটনায় ৫৬৮ জন নিহত ও ১৪১১ জন আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন যানবাহন ও পথচারীর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যাই সবচেয়ে বেশি। জুলাইয়ে মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা এবং নিহতের ৩২.৫০ শতাংশ মোটরসাইকেল চালক ও যাত্রী।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২২টি সড়ক দুর্ঘটনায় ১৩০ জন নিহত এবং ২৯৫ জন আহত হয়েছে, যেখানে বরিশাল বিভাগে সর্বনিম্ন ২৩ দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ২ পুলিশ সদস্য, একজন বীর মুক্তিযোদ্ধা, ১২০ পরিবহন চালক, ৯০ পথচারী, ৭০ নারী, ৫৬ শিশু, ৫০ শিক্ষার্থী, ১৯ পরিবহন শ্রমিক ও ৯ রাজনৈতিক নেতাকর্মী।

সমিতি সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছে—বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট-বড় গর্তের কারণে যান নিয়ন্ত্রণ হারানো, আলোকসজ্জা ও রোড মার্কিং-এর অভাব, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, উল্টো পথে যান চলাচল, অবৈধ যাত্রীবহন এবং চালকের বিরামহীন ড্রাইভিং।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,
“সরকারি উদ্যোগে জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, বৃষ্টি সহনশীল সড়ক নির্মাণ, আধুনিক ও দক্ষ চালক প্রশিক্ষণ এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে হবে।”

দুর্ঘটনা রোধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশও করা হয়।