রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পেশাদার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনীত করা হয়েছে।

হোয়াইট হাউজ এ মনোনয়নের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির সিনেটে পাঠিয়েছে। হোয়াইট হাউজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠান।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউজ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনিও ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডার স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে এবং মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিলেন ট্রাম্প

প্রকাশিত সময় : ১২:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পেশাদার সদস্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভার্জিনিয়ার বাসিন্দা ও কাউন্সেলর পদমর্যাদার ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের জন্য ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ পদে মনোনীত করা হয়েছে।

হোয়াইট হাউজ এ মনোনয়নের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির সিনেটে পাঠিয়েছে। হোয়াইট হাউজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট। হাস গত বছর বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বিদায়ের পর অবসরে যান। এরপর মার্কিন পররাষ্ট্র বিভাগ অবসরপ্রাপ্ত আরেক পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসনকে বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে পাঠান।

ক্রিস্টেনসেনের পাশাপাশি হোয়াইট হাউজ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে মনোনয়ন দিয়েছে। ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনিও ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’ মর্যাদা পাবেন এবং একইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও দায়িত্ব পালন করবেন।

ফ্লোরিডার সার্জিও গরকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। ফ্লোরিডার স্টেফানি হ্যালেটকে বাহরাইনে, আইওয়ার জেমস হোল্টসনাইডারকে জর্ডানে এবং মিসৌরির উইলিয়াম লংকে আইসল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করা হয়েছে।