বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘‘বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’

ভোটকক্ষের বিষয়ে সচিব বলেন, ‘‘পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।’’

তিনি জানান, গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এসব নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

আখতার আহমেদ আরো বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

প্রকাশিত সময় : ০৫:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে ৪২ হাজার ৬১৮টি।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘‘বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’

ভোটকক্ষের বিষয়ে সচিব বলেন, ‘‘পুরুষদের জন্য ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। আর নারীদের জন্য ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।’’

তিনি জানান, গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি। এবার বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা নিয়ে দাবি-আপত্তি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এসব নিষ্পত্তি হবে ১২ অক্টোবর। আর ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

আখতার আহমেদ আরো বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের প্রথমার্ধে।’’