মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটায় সিএনজি অটোরিকশার যাত্রী রোজিনা বেগম (৩৫) নামে এক নারী (দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এসময় একই গাড়িতে ওই নারীর কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল তারা ভাগ্যক্রমে অক্ষত রয়েছে তবে তাদের সাথে কথা বলা এখনো সম্ভব হয়নি।
নিহত রোজিনার স্বামীর নাম সিদ্দিক মিয়া, স্বামীর বাড়ি পশ্চিমবাগ, সিন্দুর খান রোড,খাসগাঁও, শ্রীমঙ্গল।
নিহত নারীর ছোট ভাই হান্নান মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানান, আমার বোন তার স্বামীর বাড়ি থেকে একই উপজেলায় আমাদের বাড়ি কালাপুর গ্রামের শাওন ছড়া (উত্তর কালাপুর) সিএনজি যোগে আসার সময় শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন সড়কে সিএনজির চাকা ব্লাস্ট হয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে আমার বোন ছিটকে পড়ে মারাত্মক জখম প্রাপ্ত হলে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে সিলেট যাওয়ার পথে রাস্তায় মৃত্যু বরণ করেন। তিনি আরো বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আমি এতটুকুই শুনেছি। হান্নান মিয়া বলেন,আমাদের কোন আপত্তি নেই তবে সহজে আমার বোনকে দাফন করার চেষ্টা করতেছি যাতে করে তার কোন ময়না তদন্ত না করতে হয়।
দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে, তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























