চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে একটি সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে বৈলতলী ইউনিয়নের চরপাড়া নামক এলাকায় গ্যাস সিলিন্ডারের বাণিজ্যিক গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালের দিকে চরপাড়া এলাকায় অবস্থিত গ্যাস সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামের ভিতর ও আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























